সৈয়দপুরে নতুন কারিকুলামে শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
ডিসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় নীলফামারী সৈয়দপুরে ডিজিটাল প্রযুক্তি এবং জীবন ও জীবিকা বিষয়ের উপর যথাক্রমে ৪ ও ৫ দিনব্যাপি বিষয় শিক্ষকদের প্রশিক্ষণ আজ সোমবার থেকে শুরু হয়েছে। এতে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ৫১ জন এবং জীবন ও জীবিকা বিষয়ের ৯৮ জন শিক্ষক অংশ নিচ্ছেন। সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজেন এই প্রশিক্ষণটি সৈয়দপুর রাজ্জাকিয়া গফুরিয়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হচ্ছে।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামাণিক। বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, কেন্দ্র সচিব রফিকুল ইসলাম প্রমুখ । প্রশিক্ষণে প্রোগ্রামিং এন্ড নেটওয়ার্কিং ফর ডিজিটাল টেকনোলজি ও অকুপেশনাল জীবন ও জীবিকা কোর্স বিষয়ে ধারণা লাভ করা যাবে।
সরেজমিনে দুপুরে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির তিনটি কক্ষে প্রশিক্ষকরা প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষকরাও মনযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করছেন। মোট পাঁচজন প্রশিক্ষক এই প্রশিক্ষণ দিচ্ছেন।