দিনের আশায় বসে রাত
———————————-
কলমে:এস আই.মানিক
তারিখ:০৯/০৬/২০২৪
দিনের আশায় বসে রাত,
আসবে কখন সু’প্রভাত।
সুর তুলিবে পাখীর ঝাঁক,
পরবে কানে কোকিল ডাক।
ভরবে আকাশ আলোতে,
চাঁদ তারারা ঘুমাবে।
সূর্য মামা মেলবে চোখ,
দীর্ঘ রাতের ছুটি হোক।
নতুন দিনের আগমন,
কর্মে সবাই দিবে মন।।