মনের ক্ষোভ
——————
আব্দুল ওহাব
তারিখ : ০৯.০৬.২৪
রক্তে কেনা স্বাধীনতা
করছে যারা শেষ,
তারা হলো দেশের শত্রু
ভণ্ডামি তার বেশ।
দুর্নীতি আর ঘুস বানিজ্য
ধ্বংস করে দেশ,
চোর বাটপারে তবু খোঁজে
তাতে সুখের রেশ।
আবার যুদ্ধ করতে হবে
পেতে স্বাধীন স্বাদ,
দুর্নীতি আর অনিয়ম সব
দেবার তরে বাদ।
দেশের জন্য করতে হবে
সুষ্ঠু স্বাধীন ভোট,
ভালো নেতার গড়তে হবে
শক্তভাবে জোট।
মুখোশ পরা নেতারা সব
মনে পোষে লোভ,
দেশের মানুষ একত্র হও
দেখাও মনের ক্ষোভ।