ঊর্মিল সাগর
——————
-ইউনুস ভূঁইয়া
০৯,০৬,০২৪ইং
পানি যেমন টলমল করে
মনটাও তেমন বেসামাল
কচু’র পাতায় বৃষ্টির পানি
ফোঁটায় ফোঁটায় রিমঝিম
নির্ঘুম রাতে ঊর্মিল সাগর
আধোঘুমে মাথায় বাঁহাত
মনে জাগে দুঃস্বপ্নের খেদ
বিবর্ণ ভাবনায় কষ্টের নিশী
অসীম ব্যোম নীলবর্ণে ঢাকা
ক্ষণে ক্ষণে ম’নে জাগে প্রশ্ন
কি যেন, কি দিয়ে হয় তুলনা
গগনে মেঘ জ’মে নামে বৃষ্টি
ঠায় বৈঠা নিয়ে মাঝি নৌকায়
এপার হতে ওপারে খেয়া বায়
সমান তালে নিত্য হয়না রুজি
তাই, তাল মেলানো বড়ো দায়
পানির স্রোত আর মনের গতি
রুখতে পারে কোন্ সওদাগর?
মনের গহীনে বিঁধে প্রণয় বীণ
আপন করিতে পারে কয়জন
বিয়েসাদী সংসার সমর-সজ্জা
সুখেদুঃখে ভালবাসা অমৃতবাণী
খুটিনাটি অনুরাগে সিক্ত অনুমন
সহনশীল সাধুতা শান্তি অনুভব