কৃষি কবি’র ডাক
————————
সিরাজুল ইসলাম মোল্লা
তারিখঃ ০৯\০৬\২০২৪
‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’
মন্ত্রে আবার উদ্বুদ্ধ হও।
নতুন করে আনার তরে
কৃষি বিপ্লব বাংলার ঘরে।
লাখ দাবীর কত প্রার্থীর
একজন হয়ে এসেছি কৃষির।
আমার প্রাণ ‘বাঁচাও কৃষাণ’
কৃষি যার স্বদেশ মুক্তির গান।
আনো ভুবন কৃষি আন্দোলন
করতে জাতির চাহিদা পূরণ।
নহিলে ভবে শিল্পের কোবে
অনাগত জাতি যে ধ্বংস হবে।
কবি’র প্রণাম শ্রেষ্ট আহ্বান,
অর্থনৈতিক মুক্তির দীপ্ত শ্লোগান।
পাশে দাঁড়াও জীবন রাঙাও
বাঁচাতে কৃষাণ তোমারে পোড়াও।