যত্রতত্র বাস না থামানোর নির্দেশ ট্রাফিক পুলিশের
মোঃ খাইরুজ্জামান সজিব
বিশেষ প্রতিনিধি ঢাকা
আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৪ উপলক্ষে উত্তরা পূর্ব জোনের পক্ষ থেকে বাস মালিক সমিতি, শ্রমিক সমিতি, কাউন্টারের প্রতিনিধিদেরকে নিয়ে ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে গণনাগমন নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় যত্রতত্র বাস না থামানো, বাস-বে ব্যবহার করা ও বাস স্টপেজে যাত্রী ওঠানামা করানো, অতিরিক্ত ভাড়া আাদায় ও যাত্রী পরিবহন না করা, ওভারটেকিং ও ওভারস্পিডিং না করা, এক রুটের গাড়ি অন্যরুটে না চালানো, যাত্রীদের মলম পার্টি, পকেটমার ও ছিনতাইকারী হতে সাবধান থাকতে সতর্ক করাসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।
এসব নির্দেশনা বাস্তবায়নে কাউন্টার ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দদেরকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোটিসহ অতিরিক্ত জনবল কাউন্টারের সামনে মোতায়নের জন্য পরামর্শ প্রদান করা হয়।