ট্রাফিক ওয়ারী বিভাগের উপ- পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমামের বিশেষ ব্রিফিং
মোঃ খাইরুজ্জামান সজিব
বিশেষ প্রতিনিধি ঢাকা
ঈদ-উল আযহা-২৪ উপলক্ষে ট্রাফিক ওয়ারী বিভাগে কর্মরত সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সাথে “বিশেষ ব্রিফিং” প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আশরাফ ইমাম, উপস্থিত ছিলেন এডিসি সুলতানা ইশরাত জাহান, এসি(ওয়ারী জোন) জনাব কপিল দেব গাইন, এসি(যাত্রাবাড়ী জোন) জনাব তানজিল আহমেদ, এসি(ডেমরা জোন) জনাব মোস্তাইন বিল্লাহ ফেরদৌস সহ সকল পুলিশ সদস্য। ডিসি মহোদয় – দুই পর্বে পালাক্রমে সকল পুলিশ সদস্যদের মাঝে নির্দেশনা মূলক ব্রিফিং প্রদান করেন। যা ট্রাফিক ওয়ারী বিভাগকে মডেল হিসেবে তৈরী করতে সাহায্য করবে।