আইন শৃঙ্খলার পাশাপাশি মানবতার ফেরিওয়ালা ওসি মোহাম্মদ ইয়াসীন গাজী
মোঃ খাইরুজ্জামান সজিব
বিশেষ প্রতিনিধি ঢাকা
বাড্ডা থানা এলাকা কে মাদক ও সন্ত্রাস কিশোর গ্যাং এর হাত থেকে রক্ষা করতে বিভিন্ন ভূমিকায় কাজ করে যাচ্ছে গুলশান বিভাগের বাড্ডা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী। বাড্ডা থানা এলাকার সচেতন মহল বলেন ওসি মোহাম্মদ ইয়াসীন গাজী
বাড্ডা থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকে এক প্রকার সন্ত্রাস ও মাদক কিশোর গ্যাং মুক্ত করতে যেই ভূমিকা রাখছেন এতে বর্তমানে বাড্ডা থানা এলাকা এক প্রকার সফল অসামাজিক কার্যকলাপ থেকে মুক্ত হয়েছে। শুধু তাই নয় বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও ভূমিকা রাখছেন তিনি বিভিন্ন ভাবে গরিব অসহায় মানুষ কে সহযোগিতা করতে ও ভূমিকা রাখতে দেখা যায়। বাড্ডা থানা এলাকাকে আইনের আওতায় আনতে বিভিন্ন স্পটে সিসি টিভি লাগিয়েছেন এতে করে ডাকাতি, চুরি চাঁদাবাজী বন্ধ হয়েছে। এক সময় ফুটপাতে অটোরিক্সা, সিএনজি মোটরসাইকেল রেখে একটু দোকানে ঢুকলেই চোখের পলকে চুরি হয়ে যেত অটোরিক্সাও সিএনজি মোটরসাইকেল সহ বিভিন্ন প্রকার গাড়ি। বর্তমানে বাড্ডা থানা এলাকা সিসি টিভির আওতায় আনার পর থেকে নিরাপদে মানুষ সিসিটিভির সামনে গাড়ি রেখে দোকানে গিয়ে কেনাকাটা করতে পারে। প্রথমে কিছু গাড়ি চুরি হলেও তা আবার সিসিটিভির ফুটেজ দেখে চোর সহ চোরাই গাড়ি আটক করেছে বাড্ডা থানার সুদক্ষ চৌকস পুলিশ অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসীন গাজী। এছাড়াও বাড্ডা থানা এলাকা বাসীর শতাধিক চুরি হওয়া মোবাইল উদ্ধার করে বিভিন্ন মোবাইল মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এরপর তাছাড়াও বাড্ডা থানা এলাকায় এখন আরো কোনো ফুটপাত দেখা যায় না।