সৈয়দপুরে অপো স্টার শোরুমের উদ্বোধন
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
নীলফামারীর সৈয়দপুরে অপো স্টার নামে একটি শোরুমের উদ্বোধন করা হয়েছে। শনিবার ১৫ জুন দুপুর ১২ টায় শহরের আধুনিক প্লাজা মার্কেটে অপো স্টার নামে একটি শোরুমের উদ্বোধন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুর আলম সিদ্দিক,এরিয়া সেলস ম্যানেজার রংপুর ডিভিশন ইসাদ হাসান ,
লেন্ড লড এস এম জিয়া, সৈয়দপুর প্লাজা প্রকল্প পরিচালক আলহাজ্ব গুলজার আহম্মেদ । দেশজুড়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের অভিজ্ঞতা প্রদানে এ উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। নতুন অপো স্টার শোরুম স্মার্টফোনপ্রেমীদের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা প্রদান করবে বলে আশাবাদী অপো। এখানে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে উদ্ভাবনী স্মার্টফোন ও অত্যাধুনিক আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে। এছাড়াও গ্রাহকসেবার সুবিধাও রয়েছে।