ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল নেকমরদ হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল নেকমরদ পশুর হাটে আবারো অতিরিক্ত টোল আদায়ের দায়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৬ জুন) দুপুরে রানীশংকৈল উপজেলার নেকমরদ পশুর হাটে এ আদালত পরিচালনা করেন রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান।
জানা গেছে, হাটবাজারে গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা টোল আদায়ের সরকারি নিয়ম থাকলেও হাট ইজারাদার তা না মেনে ইচ্ছেমতো গরু প্রতি ৫৫০ টাকা ও ছাগল প্রতি ২০০ টাকা টোল আদায় করছিলেন। ঐ হাটে সরেজমিনে গিয়ে ইউএনও অভিযোগের সত্যতা পান। এর প্রেক্ষিতে তিনি হাট ইজারাদারকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে ইউএনও রকিবুল হাসান মুঠোফোনে বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টোল আদায় না করে, অতিরিক্ত টোল আদায়ের দায়ে নেকমরদ হাট ইজারাদারকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে মর্মেও ইউএনও জানান। প্রসঙ্গত, ইতিপূর্বে ঐ হাটে একই কারণে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।