ইচ্ছে করলেই সবকিছু করার যোগ্যতা রাখিনা
মোঃ মাহাবুবুর রহমান
———————————————————————-
তুমি আমি ইচ্ছে করলেই যখন যা ইচ্ছা যা
বলবে চাইবে তাই করবে ,
তার যোগ্যতা তুমি আমি রাখি না ।
এই পৃথিবীটা পরিচালনার জন্য
কেউ না কেউ আছেন,
তিনি সব দেখেন ,সব বুঝেন,
সব পরিচালনা করেন,
আমি আপনি যদি সব জানতাম
সব বুঝতাম সবকিছু করার যোগ্যতা
রাখতাম তাহলে তো সব হয়ে যেত।
আমাদের সব পূরণ হতো ,ইচ্ছা পূরণ হতো ,
কর্ম সম্পাদন হত ,অর্থ উপার্জন হইতো,
আমাদের কোন ঋণ হতোনা, আমরা
কখনো দুর্ঘটনায় পতিত হতাম না।
মানুষ তার ভাগ্যের পরিবর্তন করার
অনেক চেষ্টা করে কিন্তু পথিমধ্যে
দুর্ঘটনায় নিপতিত হয়,
অসুস্থ হয়,মৃত্যুবরণ করে ।
তাহলে এটা কি করে হয় কিভাবে সম্ভব ?
আমার আপনার শরীরটা কিন্তু রড, স্টিল
বা ইস্পাত দিয়ে গড়া নয়।
আমাকে আপনাকে অসুস্থ হলেই ওষুধ খেতে হয়,
পরীক্ষা নিরীক্ষা করতে হয় ,
অপারেশন পর্যন্ত করতে হয়,
তারপরও আপনি আমি অসুস্থ হওয়ার পূর্বে
যেরকম সুস্থ ছিলাম সেরকম সুস্থ বা
সেরকম ভালো হতে পারি না।
তাহলে বলতে গেলে আপনার আমার
কোন যোগ্যতাই নাই ,
আপনার আমার কোন ক্ষমতা নাই ।
যে যোগ্যতা বা যে ক্ষমতার বড়াই বা দাপট
আমি আপনি দেখাই
সেটা একবারেই অনুচিত।
আমাকে আপনাকে কখনো না কখনো
কোনো না কোনো শক্তির কাছে অবনত মস্তকে
হার মানতে হয় ।
কোন কিছুর কৃপার বা চাওয়ার বা পাওয়ার
অপেক্ষায় থাকতে হয় ।
যেভাবে অপেক্ষায় থাকেন
রাস্তার কোন ভিক্ষুক ঠিক সেভাবেই
আপনাকে আমাকে অপেক্ষার প্রহর গুনতে হয়।
করুন কোন করুণাময়ের কৃপা
বা আন্তরিকতা অপেক্ষায় থাকতে হয়।
আমি আপনি যদি এত কিছুই পারতাম
তাহলে আমরা মৃত্যুকে থামিয়ে দিতে পারতাম,
অসুস্থতাকে থামিয়ে দিতে পারতাম,
দূর্ঘটনাকে থামিয়ে দিতে পারতাম ।
এখানেই আপনি আমি অনেক ছোট
একেবারেই ছোট নিশ্চয়ই একেবারে দুর্বল।