বধূর চিঠি
মোঃ সেলিম হোসেন
শ্রাবণ রজনী কালে ঝরোঝরো ঝড়ে
বরষার জলধারা, কেতকীর গায়
ঝোপেঝাড়ে, জোনাকিরা নিজেকে লুকায়
ঝুলন্ত পাতার গায়ে জড়াজড়ি করে,
সুখের নিবাস খুঁজে হাতে হাত ধরে।
হেনকালে কুল বধূ বাহিরে তাকায়,
কল্পনায় দেখে চলে প্রবাসীরে হায়!
এসেছে মেঘের সাথে… গালে টুল পড়ে।
রজনী গভীর হয়ে কখন ঘুমায়,
পায় না তো বধূ টের গান শুনে যায়।
রিমঝিম রিমঝিম বালিশের গায়,
সপিয়া আপন মাথা সুখ খুঁজে তায়।
ভেজা গায়ে প্রকৃতিরে কুল বধূ দেখে
নয়নের জল দিয়ে নিত্য চিঠি লেখে।