প্রতিশ্রুতি
আর কে হাসান রতন
কি হবে আর কবিতা লিখে
হাসি যদি না থাকে মুখে।
বিলীন হয় যদি শিশুর নাচ
কি হবে দিয়ে রঙের সাজ।
পানি যদি হয় জীবন মরণ
তার অপর নাম তবে কেন জীবন।
তার আগমনে যদি শিশু না হাসে
প্রতিশ্রুতি তবে দিলো কিসে।
ভাবছি বসে মলিন মুখে
তা নিয়ে কারো ঘুম নেই চোখে।
প্রেগন্যান্ট মা রঙিন স্বপ্ন
পানি দেখে দেখ ধ্যানে মগ্ন।
যদি শুনি কানে কান্না রোজ
বেকার কবিতা করছি খোঁজ।
কবিতা যত পান্ডুলিপি
কি হবে আর বোঝা লিখি।
বক্ষের বিরহ শোক যত
লিখছি বৃথা বাড়ছে ক্ষত।
শুরু হলো মহাকান্ড
তোলপাড় সব লন্ডভন্ড।
উপচে পড়া জলের তোড়ে
খাঁচার পাখি ঝাপসে মরে।
অশ্রু জলে সিলেট বাসি
বন্যায় সব যাচ্ছে ভাসি।
গরুছাগল শিশুর দল
পানির ধ্বনি করছে তল।
ক্ষুধার্ত জন চিৎকার করে
চলতে পথ উল্টে পড়ে।
বাগান বাড়ি ডুবলো সবি
নয়ন জলে আঁকছি ছবি।