“হৃদয়ে সৈয়দপুর” সংগঠনের উদ্যোগে মাদক ও বাল্যবিবাহ রোধে সাইকেল র্যালি।
তৌসিফ রেজা( বিশেষ প্রতিনিধি)
নীলফামারীর সৈয়দপুরে মাদককে না, বলুন সুন্দর জীবন গড়ে তুলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন’ হৃদয়ের সৈয়দপুর’ এর উদ্যোগে শুক্রবার ২১ জুন বিকেলে মাদক ও বাল্যবিবাহ বিরোধী সাইকেল র্যালির আয়োজন করা হয়।
উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক( নীলফামারী ৪), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহসিন মন্ডল মিঠু ভাইস চেয়ারম্যান সৈয়দপুর উপজেলা, সানজিদা বেগম লাকি মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দপুর উপজেলা,
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবিউল আউয়াল রবি, বুলবুল সরকার প্রমুখ।
র্যালিটি ডাক বাংলো মোড় হইতে শুরু হয়ে পুরো শহরজুড়ে প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তারা মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে বক্তব্য প্রদান করেন। মাদককে না, বলুন সুন্দর জীবন গড়ে তুলুন , এই ব্যাপারে প্রশাসন থেকে শুরু করে উর্ধ্বতন কর্মকর্তা এমপি ও চেয়ারম্যান সুদৃষ্টি কামনা করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যবৃন্দ তাছাড়া সৈয়দপুর কে মাদকমুক্ত করতে সকল স্বেচ্ছাসেবী সংগঠন আইন – শৃংখলা বাহিনীকে সহযোগিতা করবে।