দিশেহারা মন
————-
শামসুন্নাহার সুমা
আমি কোনবা পথে যায় (২)
কেউতো এমন নেইগো আমার
যে দেবে একটু ঠাঁই।।
আমার আপন বলতে এ বিশ্বভূবনে
কেউতো আর নাই
যখন যারে আপন ভাবি
সেই ছেড়ে চলে যাই (২)
আমার আপনজন কেউ নাই।।
আমি চেয়েছিলাম কি আর ভেবেছিলাম কি
সব ভেঙে মনের আজ হয়ে গেল কি
আমার কূল কিনারা নাই আর
কোথাও গিয়ে দাঁড়ার
হাই কোথাও গিয়ে দাঁড়ার……
কখন যে থমকে যাবে
এ দেহের ভার হায়রে…. (২)
আঁকাবাঁকা মেঠো পথে (২)
মন যে ছুটে যাই
আমার আপনজন কেউ নাই।।