সৈয়দপুরে তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই সহোদর নিহত হয়েছেন। শুক্রবার২ আগস্ট দুপুরের দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা নয়াবাজারে স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাছারি শাহাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে সুমন ইসলাম (২৭) ও তাঁর ছোট ভাই সিয়াম হোসেন (২২)। তাঁরা উত্তরা ইপিজেডের (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) শ্রমিক।
প্রত্যক্ষদর্শী থেকে জানা যায়, মোটরসাইকেলে করে সুমন ও সিয়াম সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। নয়াবাজারে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির ধাক্কায় তাঁরা দুজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম বলেন, পুলিশ হাসপাতালে পৌঁছানোর আগেই নিহত ব্যক্তিদের স্বজনেরা লাশ দুটি নিয়ে নীলফামারী সদরের নিজ বাড়িতে নিয়ে গেছেন।