মো: আতিক উল্লাহ চৌধুরী হাটহাজারী প্রতিনিধি:
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে সড়কে অবস্থান কর্মসুচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃষ্টি উপেক্ষা করেই চট্টগ্রামের খাগড়াছড়ি মহা সড়কে বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের ঢল নামে এই কর্মসূচী তে।
শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) বিকাল ৫ টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ডাক বাংলাা চত্বরের সামনে সমাবেত হয়। এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ছাত্র-জনতা বলেন, এক দফা এক দাবি, স্বৈরাচারির পদত্যাগ’, ‘আমার ভাই জেলে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘স্বৈরাচারির গদিতে, আগুন লাগাও এক সাথে’ ইত্যাদি।
এ সময় প্রশাসনের দায়িত্বরত পুলিশের আইনর্শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্য দের দেখা যায়নি । দীর্ঘ সময় ধরে এই বিক্ষোভ সড়কে অবস্থান কর্মসূচীতে কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। এসময় শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি আহবান জানান ন্যায় সঙ্গত এই আন্দোলনে তাদের সহযোগিতা করার জন্য।