স্টাফ রিপোর্টার মোঃ শাহিন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দুইদিনব্যাপি অবস্থান কর্মসূচী সূচী শুরু হয়েছে। ছাত্র-জনতার উপর হামলা গুলি চালিয়ে গণহত্যা ও খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে এই কর্মসূচী পালন করা হচ্ছে। বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা চত্বর সংলগ্ন বাইরুল চেয়ারম্যানের অফিস কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয়। সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদ আলীর সঞ্চালনায় কর্মসূচীতে বক্তব্য দেন বিএনপি নেতা গুনি হামিদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ,ফজলু রহমান, ইসলাম হোসেনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।