মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার প্রতিবাদে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের দাবিতে বালিয়াডাঙ্গী উপজেলায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি । ১৫ আগষ্ট বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি পালন করে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনিক নেতাকর্মীরা। বালিয়াডাঙ্গী
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ আলোম এর সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ টি এম মাহাবুবুর রহমান এর তত্ত্বাবধানে সকালে বিএনপির বালিয়াডাঙ্গী উপজেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি বালিয়াডাঙ্গী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ে সামনে এসে শেষ করে অবস্থান কর্মসূচি পালন করে দলীয় নেতাকর্মীরা। এর আগে অবস্থান কর্মসূচি ঘিরে বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল সহকারে বিএনপির বালিয়াডাঙ্গী উপজেলা কার্যালয়ে এসে জড়ো হয়। শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অবস্থান কর্মসূচিতে, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করা আহ্বান জানানো হয়। একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে হাসিনা সহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি তোলা হয়।
মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪