আওয়ামীলীগের শাসনামলে নিহত সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে ছাত্রদলের শোক র্যালী
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি) :
বিভিন্ন আন্দোলনে আওয়ামী সরকারের আমলে নিহত সকল শহীদদের স্মরণে এবং তাদের শ্রদ্ধা জানিয়ে শোক র্যালী করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদল। ২০০৬ সালে ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডবে মানুষ পিটিয়ে হত্যা, ২০০৯ সালে ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যা , ২০১৩ সালে ৫ মে শাপলা চত্বরে আলেম ও মাদরাসা ছাত্রদের হত্যা, গত ১৫ বছরে বিএনপিসহ বিরোধীদলের আন্দোলন চলাকালে দমন-পীড়ন রাষ্ট্রীয় বাহিনীর হেফাজতে নির্যাতন, গুম,খুন এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নৃশংস গণহত্যায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই শোক র্যালি করা হয় । কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার ( ২১শে আগস্ট) সন্ধ্যায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ সৈয়দপুর জেলা বিএনপি’র কার্যালয় থেকে বের করা র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা ছাত্রদলের সভাপতি হোসেন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বির নেতৃত্বে সংগঠনের সহ সভাপতি ইমরান আনসারী ও সহ সাধারণ সম্পাদক আবু শাহিদসহ সংগঠনটির জেলা, থানা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলসহ প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। র্যালীতে আওয়ামী শাসনামলে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব হত্যায় জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তির দাবি জানিয়ে শ্লোগান দেওয়া হয়। জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি হোসেন মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগ ক্ষমতা ধরে রাখতে ছাত্র জনতাসহ বিএনপি ও বিরোধীমতের নেতাকর্মীদের গুম খুনের খেলায় মেতে উঠেছিল। কিন্তু তারা ক্ষমতা ধরে রাখতে পারেনি। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে তাদের পতন হয়েছে। তারা বলেন দেশ রক্ষায় স্বৈরাচারী সরকারকে হটাতে যারা জীবন উৎসর্গ করেছে তাদের সেই আত্মত্যাগের কথা দেশবাসী চিরদিন মনে রাখবে। ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারা বলেন এসব হত্যাকান্ডে জড়িতদের বাংলার মাটিতে উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে।