বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে শহিদ হওয়া সকল শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে নীলফামারীর সৈয়দপুরে খানকাহ জান্নাতুন নাঈম কমিটির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার ২৩ আগস্ট শহরের পুরাতন মুন্সিপাড়া অবস্থিত খানকাহ আলিয়া আশরাফিয়া জান্নাতুন নাঈম এ উল্লেখ্য মাহফিলটি অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে আত্মত্যাগকারীদরে শহীদ ও আহত সব শিক্ষার্থীদের কথা তুলে ধরে বক্তারা বলেন, সবার জন্য সমান সুযোগ ও বৈষম্যহীন এক নতুন সম্ভাবনার রাষ্ট্র নির্মাণ করতে গিয়ে আন্দোলনে অংশ নিয়ে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আলী আশরাফি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব লাড্ডান আশরাফি, নাদিম আশরাফি অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাওহিদ আহমেদ আশরাফি, খলিফা সৈয়দ ফাহিম আশরাফি, মাওলানা মারগুব আশরাফি, ইরফান আশরাফি,সৈয়দ আব্দুল্লাহ বাখশী (পাপ্পু) প্রমুখ তাছাড়া বিভিন্ন সুফিবাদী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়।