সৈয়দপুরে আর্মি ইউনিভার্সিটিতে কম্পিউটার সিকিউরিটি অ্যান্ট সাইবার অ্যাটাক বিষয়ক সেমিনার
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি) :
সৈয়দপুর সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজিতে (বিএইউএসটি) “কম্পিউটার সিকিউরিটি অ্যান্ড সাইবার অ্যাটাক” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন হলে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের আয়োজনে ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবীর, এনডিসি, পিএসসি, টিই। এতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মো. সোহরাব হোসেন।
সেমিনারে মূল বক্তা বুয়েট অধ্যাপক ড. মো. সোহরাব হোসেন কম্পিউটারের নিরাপত্তা ও সাইবার আক্রমনের বর্তমান হুমকি এবং এসব প্রতিহত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সাইবার হামলায় কেবল ব্যক্তিগত তথ্য নয় রাষ্ট্রীয় নিরাপত্তাকেও হুমকিতে ফেলেছে। তাই আমাদের সাইবার সিকিউরিটি ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে এবং এই ফিল্ডে দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হবে। সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত থাকার জন্য শুধু প্রযুক্তিগত দক্ষতাই নয়, বরং সচেতনতাও অপরিহার্য বলে জানান তিনি। পরে সেমিনারের উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সেমিনারের শেষ দিকপ সাইবার সিকিউরিটি সম্পর্কিত বিভিন্ন কার্যকরী সুপারিশ উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবীর, এনডিসি, পিএসসি, টিই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন সাইবার সিকিউরিটি একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ,পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় প্রধানগন,শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।