সৈয়দপুরে সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি) :
দেশের বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডসহ সকল সাংবাদিক হত্যাকান্ড ও নির্যাতনের বিচারের দাবিতে সৈয়দপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকালে শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে একাত্মতা প্রকাশ করেন বিএনপি,জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং সচেতন সাধারণ জনতা। সকালে বৃষ্টি উপেক্ষা করে ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সৈয়দা রুখসানা জামান শানু( দৈনিক যুগান্তর)। মানববন্ধনে অবিলম্বে সাংবাদিক সাগর ও রুনি হত্যাকান্ডের প্রতিবেদন আদালতে জমা দেওয়াসহ এ হত্যাকান্ডসহ সারাদেশে সকল সাংবাদিক হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবি জানিয়ে বক্তব্য বলেন, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির স্ট্যাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, প্রেসক্লাবের আহবায়ক ও সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক শওকত হায়াত শাহ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহিন আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার আমীর শরফুদ্দিন খান। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য বলেন শাহজাহান আলী মনন
(দৈনিক আনন্দ বাজার) মিজানুর রহমান মহসিন (দৈনিক জনকন্ঠ) ও জয়নাল আবেদিন হিরো (দৈনিক ভোরের পাতা)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাব্বির আহমেদ সাবের (ডেইলী অবজারভার)। এসময়
প্রেসক্লাবের সদস্যবৃন্দ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান। তারা বলেন কোন কিছু হলেই সারাদেশে সাংবাদিকরা হামলা ও নির্যাতনের শিকার হন। অথচ সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করে থাকেন, তাহলে কেন আমরা হামলা নির্যাতনের শিকার হবো,’ বলেন বক্তারা। তাই পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের বিষয়টি ভেবে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।