সৈয়দপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি) :
“বহু ভাষায় শিক্ষার প্রসার,পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য স্বাক্ষরতা ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৮ সেপ্টেম্বর) সারাদেশের মতো নানা কর্মসূচির মধ্যদিয়ে সৈয়দপুরেও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এবারের কর্মসূচি ছিল র্যালী ও আলোচনা সভা। সৈয়দপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই- আলম সিদ্দিকী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা সহকারি শিক্ষা অফিসার যথাক্রমে মো. মিজানুর রহমান, মুসারাত জাহান ও মরিয়ম নেছা, বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা প্রধান, প্রধান শিক্ষক এম ওমর ফারুক, ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার মো.আসাদুল্লাহ্ ও সংস্থার কাপআপ প্রজেক্টের গোলাহাট ক্যাম্প ডাম সিএলসির সিএমসির সদস্য আব্দুল লতিফ প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপআপ প্রজেক্টের কর্মকর্তা-কর্মী, শিশু শিখন কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন।