প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানালেন শ্রমিকদল নেতা
গত ১১ সেপ্টেম্বরের ‘চাঁদা না দেওয়ায়’ ব্যবসায়ীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা’ শিরোনামে যুগান্তর, সময়ের আলো, অর্থনীতিসহ কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের আহ্বায়ক সুমন ভূইয়া।
প্রতিবাদলিপিতে তিনি বলেন,
আমাকে জড়িয়ে চাঁদা দাবি ও ব্যবসায়ীদের ওপর হামলার যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার রাজনৈতিক প্রতিপক্ষরাই এই নিন্দনীয় হামলা চালিয়ে ঘটনাস্থলের সংবাদকর্মীদের জানিয়েছে যে, আমার লোকজনও এতে অংশ নিয়েছে। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও চরম মিথ্যাচার। আসলে বিক্রমপুর গার্ডেন সিটির সভাপতি বাবুল হোসেন বাবু ভাইয়ের সাথে আমার বরাবরই সুসম্পর্ক রয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে জানতে পেরেই আমি উনার সাথে যোগাযোগ করেছি। এর যথাযথ বিচার এবং এ ধরনের ঘটনা যাতে আর কখনো না ঘটে সে বিষয়ে সম্যক ব্যবস্থা নেয়ার বিষয়ও ব্যক্ত করেছি।
এ বিষয়ে জানতে চেয়ে ভিক্টিম বিক্রমপুর গার্ডেন সিটির সভাপতি বাবুল হোসেন বাবুকে ফোন করলে তিনি জনমতকে জানান, ঐ ঘটনায় সুমন ভূইয়া কোনোভাবই জড়িত নয়। আমাদের ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে তার সুসম্পর্ক রয়েছে।
এদিকে ১১ সেপ্টেম্বরের এ ঘটনা সম্পর্কে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হাসান সাংবাদিকদের বলেছেন, “নূর ইসলামসহ কারা যেন মার্কেট কমিটির সভাপতি বাবুল হোসেন বাবুকে মারধর করেছে। এরা হয়তো ছাত্রদল বা অন্য কিছু করে। ঘটনার সঙ্গে যারা জড়িত, আমরা তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বর্তমানে আমাদের হেফাজতে তিনজন রয়েছে।”