ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ ও মানববন্ধন
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি) :
দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) অনুষ্ঠানসহ বিভিন্ন মাজারে যারা হামলা করেছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এর অন্যথা হলে না দেশের আল্লাহ ও রসুল প্রেমী সুন্নী মুসলমানরা সচিবালয় ঘেরাও করতে বাধ্য হবে বলে জানিয়েছে সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতারা।
দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনে ওই হুশিয়ারি দেন তাঁরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে সৈয়দপুরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম উলেমাসহ বিভিন্ন মাদরাসা,খানকাহসহ আল্লাহ ও নবী প্রেমী শত শত ধর্মপ্রাণ মানুষজন অংশ নেন। কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য বলেন আহলে সুন্নাত ওয়াল
জামায়াতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা আশকোনা দরবার শরীফর পীরে কামেল হযরত
মওলানা মুফতী আব্দুর রহমান আল কাদেরী। এতে বিশেষ বক্তার বক্তব্য বলেন উদীয়মান তরুণ আলেমেদ্বীন মুহিবুল্লাহ সিদ্দিকী। মাওলানা শাহজাদা আশরাফীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন ঐতিহাসিক চিনি মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহিদ রেজভী, গোলাহাট জামে মসজিদের ইমাম ও খতিব মোমিনুল ইসলাম কাদেরী রিজভী, উত্তরা আবাসন মসজিদের ইমাম ও খতিব মোরশেদুল ইসলাম কাদেরী রিজভী, পীরজাদা মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী, খলিফা সৈয়দ আসিফ আশরাফী, মাওলানা আব্দুল জব্বার রিজভী প্রমুখ। মানববন্ধনে প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন দেশ থেকে স্বৈরাচার সরকারের পতনের পর দেশকে অস্থিতিশীল করতে আমরা নব্য জঙ্গিবাদের আস্ফালন দেখছি। যারা আল্লাহ ও রাসুলের বন্ধু আউলিয়া কেরামের মাজারে হামলা করছে এমনকি ওই নব্য জঙ্গিরা ধর্মপ্রাণ সুন্নীদের সাথে দলিলে না পেরে এবার দেশীয় অস্ত্র নিয়ে তারা ব্রাক্ষণবাড়িয়া, ফেনী, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ঈদে
মিলাদুন্নবীর অনুষ্ঠানে হামলা করে কয়েকজন মুসলমানকে শহীদ করেছে। অনেকে গুরুতর আহত হয়েছেন। এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ১৪০০ বছর আগে এদেরই গুরুঠাকুর ইয়াজিদরা নারায়ে তাকবির বলে ইমাম হুসাইনকে শহীদ করেছিল আজ তাদেরই নতুন ভার্সন এই সন্ত্রাসীরা সেই তাকবির দিয়ে ওলীদের মাজারে ও পবিত্র ঈদে মিলাদুন্নবীতে হামলা করছে। তারা আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার যদি হামলাকারী সন্ত্রাসী জঙ্গিদের বিচারের মুখোমুখি করে শাস্তির ব্যবস্থা না করেন তাহলে সারাদেশে অহিংস সুন্নীরা রাস্তায় নামতে বাধ্য হবে। এজন্য সকল সুন্নীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা। পরে দেশ ও জাতীর কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্যতম নেতা খালিদ আজম আশরাফী, শাহিদ কাদেরী, সৈয়্যদ পাপ্পু বাকশী, নাদিম আশরাফী, শফি রেজা, আব্দুল ওয়াহেদ আশরাফী, মেরাজ রাসুলসহ ত্বরিকত সুফী পন্থি অসংখ্য জনতা।