ইলশেগন্ধা
এস.এম বিল্লাল
হাসনাহেনা-রজনীগন্ধার সূরভী,
প্রেমহীন রাত জেগে আছে
শরৎ এর কাশফুল__
পুড়ছে ঈমানের আগুনে।
চেনা জানা ভয়ে
কতশত প্রেমিক যুগলের মন
মরে গেছে ঝরা গোলাপের মতো।
কতগুলো বছর ইলিশের গন্ধ পায় না
পদ্মা পাড়ের আহ্লাদি দম্পতি।
তবুও বেঁচে থাকে ঈশ্বরের আশায়;
একদিন,মেঘনার জলোচ্ছ্বাসে
চাঁদপুরের কিশোরীরা আঁচড়ে পরবে
রূপালী আলোর মতো সারা উঠোন জুড়ে।
বৈসম্য রপ্তানি হবে, সাম্যতার প্রেম হবে
বকুলতলায় সংসার হবে নির্দ্বিধায়
ইলশেগন্ধায়__
টুপটাপ গড়িয়ে পরবে রজনীর সুভাষ।
ফুলপুুর, ময়মনসিংহ