কয়েক জন্ম পরে
আনজানা ডালিয়া
হাজার বছর পর, কয়েক জন্ম পরে হবে পরিচয়
আমি ফুল, তুমি রাজ,শঙ্খ চিল হয়ে নয়
আমরা ভুলে যাবো গত জন্মের চেনা জানার কথা
চিনতে পারবো তোমার নায়কি ঢঙের হাটা
চমকে তাকাবো চিরচেনা কণ্ঠের স্বরে
মুখ পানে তাকাবো বারবার ফিরে।
কয়েক জন্ম পেরিয়ে ক্লান্ত হবোনা তোমায় পেয়ে
কোন এক জন্মে না বলে কোথায় যেন গিয়েছিলে হারিয়ে।
আনজানা ডালিয়া
মিরসরাই,চট্টগ্রাম