মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি র প্রতিবাদে দক্ষিণ রাউজানে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল
মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি
সম্প্রতি ভারতীয় পুরোহিত কর্তৃক বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি ও তা বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলার দক্ষিণ রাউজান শাখা।
বৃষ্টি উপেক্ষা করে দল বল নির্বিশেষ হাজার হাজার মানুষের ঢল নামে এ মিছিলে।
এতে দক্ষিণ রাউজানের বিভিন্ন মাদরাসা মাঠ ও এলাকা থেকে বিশাল বিশাল এবিক্ষোভ মিছিল বের হয়ে কাপ্তাই মহা সড়ক কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পূনরায় নোয়াপাড়া পথের হাট চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা মহানবী হযরত মুহম্মদ সা. কে কটুক্তিকারী ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি সাংসদ নিতেশ রানের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। এ সময় বিক্ষোভকারীরা প্রতিবাদ সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেষ্টুন প্রদর্শন করেন এবং নানা শ্লোগান দেন।
সমাবেশ এ রাউজান উপজেলা হেফাজতের সহ সভাপতি মাওলানা ক্বারী শহিদুল্লাহ বলেন :সত্য ও জ্ঞানের উৎস ও মানবতার মুক্তির দূত প্রিয়নবীর বিরুদ্ধে কটূক্তি সত্য ও মানবতার বিরুদ্ধে চরম অপরাধ এবং মানবিক ভ্রাতৃত্ব ধ্বংস করে ধর্মের নামে সাম্প্রদায়িক সংঘাত তৈরির জঘন্য ষড়যন্ত্র।
সব মানুষকে ভালোবাসার উৎস ও সবার কল্যাণের উৎস এবং সব মানুষের অধিকার-নিরাপত্তা-স্বাধীনতার প্রতীক প্রিয়নবীর অবমাননাকারী সকল মানবিক মানুষের শত্রু। আল্লাহ-রাসূলের অবমাননা কোনো মুমিন ও মানবিক মানুষ সহ্য করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
৪ অক্টোবর শুক্রবার বাদে জুমা রাউজান উপজেলা র নোয়াপাড়া পথের হাট চত্বরে আয়োজিত সমাবেশ এ প্রধান আলোচক হিসেবে ছিলেন রাউজান উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা কে এম আলমগীর মাসউদ আরবনগরী, প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাউজান উপজেলা হেফাজতের প্রধান উপদেষ্টা জনাব মাওলানা সেহাবুদ্দীন সাহেব,সম্পাদক মাওলানা শফিউল আলম,হেফাজতে ইসলাম রাউজান উপজেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা ক্বারী শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ উসমান খলিলাবাদী, প্রবাসী কল্যাণ সম্পাদক হাফেজ জাকের হোসেন,যুগ্ম সম্পাদক মহিউদ্দিন, তথ্য ও প্রচার সম্পাদক মুফতি ইব্রাহিম নুর, তথ্য ও মিডিয়া সম্পাদক আতিকুল্লাহ চৌধুরী, সহ সভাপতি মাওলানা আবদুল গফুর, উপদেষ্টা মাওলানা হারুন,সহ সভাপতি মাওলানা রিদওয়ান,উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ, সিনিয়র উপদেষ্টা মাওলানা আবদুস ছাবি,সহ সভাপতি মাস্টার হারুণ,যুগ্ন সম্পাদক মাওলানা মাহমুদউল্লাহ, দাওয়া সম্পাদক মা-ও আবদুল্লাহ, মুহাম্মদ গশ্চি, পারভেজ, খুরশেদুল আলম,ইয়াছিন প্রমুখ