সৈয়দপুরে হিন্দু ধর্মাবলম্বী শ্রমিকদের মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপহার সামগ্রী বিতরণ
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি) :
নীলফামারীর সৈয়দপুরে হিন্দু ধর্মাবলম্বী মোটর শ্রমিকদের মাঝে উৎসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শুরা সদস্য ও সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
বিশেষ অতিথি ছিলেন কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সৈয়দপুর শহর সভাপতি আব্দুল মোমেন, সহ-সভাপতি জুলফিকার আলী, সেক্রেটারি জুনায়েদ আহমেদ প্রমুখ।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সৈয়দপুর বাস টার্মিনাল শাখার সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেডারেশনের সৈয়দপুর পৌর ৬ নং ওয়ার্ড সেক্রেটারি লিটন পাটোয়ারী।
বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের (২২০) সদস্য ও পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রবিন্দ্র নাথ চন্দ্র প্রমুখ। অনুষ্ঠানে ৪৯ জন সদস্যের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।