বন্যার পানি শেরপুর, ময়মনসিংহে
শাকিল মাহমুদ শাহিন
অবুঝ শিশুর আহাজারি দেখে
জল এসেছে চোখে,
বন্যা কবলিত লোকজনের হাসি
নেই কারো মুখে।
বন্যার পানি তলিয়ে গেলো
ময়মনসিংহ জেলা,
মানুষের কাটছে না খেয়ে
কষ্টে সারাবেলা।
কৃষকের পালিত মহিষ গরু
ভাসিয়ে দিল যে বন্যা,
ছেলে মেয়ে চাষার বউয়ে
অঝোরে করছে কান্না।
হাঁস মুরগী গরু ছাগল সব
ভাসছে বানের জলে,
অবুঝ প্রাণীদের শান্তনা দিব
আমরা কি যে বলে।
রাক্ষুসী বন্যায় মানুষ জনের
বাড়ছে কত রোগ,
পারছেনা কেউ কারো সাথে
করতে যোগাযোগ।
ভারতের মেঘালয়ের
ব্রক্ষ্মপুত্র নদী
করলো সর্বশেষ,
শেরপুরবাসীকে রক্ষা করো আল্লাহ
বাঁচাও বাংলাদেশ।
জীবন বাঁচার মালিক প্রভু
করো তুমি রহমত,
হযরত মুহাম্মদ (সাঃ) এর
আমরা যে উম্মত।
আল্লাহ তুমি রক্ষা করলে
বাঁচবে শেরপুরবাসী,
তোমার দয়ায় বেঁচে যাবে ফুটবে
সকলের হাসি।
বন্যার পানি বেড়ে গিয়ে যে
তলিয়ে দিল সব,
রক্ষা করার মালিক যিনি
তিনিই আমার রব।