দশম গ্রেড চাই
আসাদুজ্জামান খান মুকুল
আমরা শিক্ষক জাতির সেরা
মধুর বুলি শুনতে পাই,
পুস্তকেই তা সীমাবদ্ধ
বাস্তবে তার কিছুই নাই!
চাকরি করি শিক্ষকতায়
কর্মচারির তকমা গায়,
তেরো গ্রেডে বেতন পেয়ে
ঋণের জ্বালায় জীবন যায় !
টিফিন ভাতা মাসিক দুইশো
দিন প্রতি প্রায় সাত টাকা,
এই টাকায় আজ হয়নি টিফিন
নিত্য উদর রয় ফাঁকা।
সরকার তবু চাপে রাখে
করতে শিক্ষার উন্নতি,
ক্যামনে করবো এই বিশাল কাজ?
থাকলে নিজের দুর্গতি!
নাই প্রমোশন স্বল্প বেতন
শিক্ষায় সুফল ক্যামনে চাও?
দশম গ্রেড দাও!সম্মান বাড়াও!
তারপর সুক্ষ হিসাব নাও!