শিক্ষকের মর্যাদা
শামসুন্নাহার সুমা
শিক্ষক মোদের সবার গুরু
সকলের তরে চির মহান
তাই সারাজীবন আমি হই অবনত
করতে তাদের সম্মান।
দেশের জাতি গড়ার কারিগর
শিক্ষক নামক ব্যক্তিগণ
তাই ছাত্ররা যে পেশায় থেকনা কেন
করিও তাদের সম্মান প্রদর্শন।
শিশুকালে হাতে খড়ি দিয়ে বাবা-মা
রেখে যায় বিদ্যালয়েতে
সব শিক্ষা ও জ্ঞান অর্জনের ভার
সকল শিক্ষকদের হাতে দিয়ে।
শিক্ষক তাদের সন্তানতূল্য ভেবে
শেখায় শতক বুলি
তাই করনা কখনো অসম্মান
এসব শিক্ষকের শিরটুটি।
বাবা-মায়ের পরেই শিক্ষকের স্থান
রেখ মনে প্রাণে
ভবিষ্যত পানে ধাবিত হও
তাদের আর্শীবাদ নিয়ে।