মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে ইউনিয়ন পরিষদ বাতিল না করার দাবিতে ইউপি সদস্যদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদক এর নাম / ২০ বার পড়া হয়েছে
বর্তমান সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন

সৈয়দপুরে ইউনিয়ন পরিষদ বাতিল না করার দাবিতে ইউপি সদস্যদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি):

অন্তর্বতীকালীণ সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা কর্তৃক ইউনিয়ন পরিষদ বিলুপ্তকরণের অভিপ্রায়ের প্রতিবাদে এবং ইউনিয়ন পরিষদ বাতিল না করার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সদস্য সংস্থা (বাইসস) সৈয়দপুর উপজেলা শাখার ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়।

সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে বেলা দুইটা থেকে ঘন্টাব্যাপী পালন করা ওই মানবববন্ধনে উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়ন পরিষদের সাধারণ ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য বলেন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক ও কামারপুকুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মুয়ীদ আলাল, সদস্য সচিব ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সদস্য মো. নুরন্নবী সরকার, বাঙ্গালীপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য মো. আনিছুর রহমান, কামারপুকুর ইউনিয়েনর চার নম্বর ওয়ার্ডের সদস্য জাহিদুল ইসলাম, খাতামধুপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য মো. আনোয়ার হোসেন এবং বোতলাগাড়ী ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য মোছা. রোমানা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় সরকার বিভাগে ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ২০২১ সালের ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়ন পরিষদ নির্বাচন কোন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হয়নি। এমনকি কোন দলীয় প্রার্থীও ছিলেন না।

বর্তমানে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য পদে একাধিক প্রতিদ্বদ্বীর সঙ্গে প্রতিদ্বদ্বীতা করে নির্বাচিত হয়েছেন। এখনও আমাদের পাঁচ বছর মেয়াদের আরও প্রায় দুই – আড়াই বছর সময় বাকী রয়েছে । অথচ ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দেয়া হচ্ছে বলে নানা রকম গুঞ্জন ছড়িয়ে পড়েছে সর্বত্র।

বক্তারা আরো বলেন, স্থানীয় সরকার বিভাগের একেবারে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি হচ্ছে ইউনিয়ন পরিষদ সদস্যর। তারা সরকারের নানাবিধ কার্যক্রম তৃণমূল পর্যায়ে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা দিয়ে থাকেন। এ অবস্থায় ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করা হলে সরকারি সকল সেবা থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ। এতে তৃণমূল পর্যায়ে নানা রকম বিশৃংখলা পরিস্থিত উদ্ভব হবে। সরকারের ইউনিয়ন পর্যায়ের গৃহিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সমস্যা দেখা দিবে। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে মাদক, চুরি, ছিনতাই, আইনশৃংখলার অবনিতসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বেড়ে যাবে। তাই বক্তারা ইউনিয়ন পরিষদের পাঁচ বছর মেয়াদ পূরণের আগে তা বিলুপ্ত না করার দাবি জানান। পরে ইউনিয়ন সদস্য সংস্থা পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর ইউএনও’র মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী স্মারকলিপিটি গ্রহন করে সেটি যথাযথভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর