সৈয়দপুরে নুরুল হিকমাহ মডেল মাদরাসার সূধী সমাবেশ অনুষ্ঠিত
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি):
‘আলোকিত মানুষ গড়ার আঙ্গিনা’ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার অঙ্গিকার নিয়ে নীলফামারীর সৈয়দপুরে ‘নুরুল হিকমাহ মডেল মাদরাসা’ স্থাপিত হয়েছে। মাদরাসা পরিচালনা পদ্ধতি ও কার্যক্রম সম্পর্কে অবহিত করার লক্ষ্যে সূধী সমাবেশ করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ৩ টায় ড্রিমপ্লাস রিসোর্টে ও হোটেলের হলরুমে এর আয়োজন করা হয়। মাদরাসার প্রিন্সিপাল মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও আহসান হাবিবের সঞ্চালনায়
এতে মূল আলোচক ছিলেন বিশিষ্ট কবি ও লেখক এবং প্যারেন্টিং বিশেষজ্ঞ আহসান হাবীব ইমরোজ।
তিনি ‘প্যারেন্টিং অফ মুহাম্মদ (সা.) অর্থাৎ রাসূল (সা.) এর অভিভাবকত্ব বিষয়ে বিশদ আলোচনা করেন। আর মডেল মাদরাসার তথা জেনারেল শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সমন্বয় অর্থাৎ প্রকৃত জ্ঞান অর্জন বিষয়ে আলোচনা করেন পিস স্কুল এন্ড কলেজের চীফ ক্যাম্পাস ডেভেলপমেন্ট আলমগীর মুহাম্মদ ইউসুফ।
নুরুল হিকমাহ মডেল মাদরাসার কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন মাদরাসার প্রিন্সিপাল মুজাহিদুল ইসলাম।তিনি মাদরাসাটিকে একটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য তিনি উপস্থিত সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর কামিল মাদরাসার প্রভাষক হাফেজ মুজাহিদুল ইসলাম, নীলফামারীর বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, সৈয়দপুরের শিক্ষাবিদ ও সমাজ সেবক হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
এর আগে কুরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুস সবুর, হামদ পেশ করেন সৈয়দপুর সাংস্কৃতিক সংসদ (সৈসাস) এর পরিচালক মতিউর রহমান নেজামী, শুভেচ্ছা বক্তব্য রাখেন নুরুল হিকমাহ মডেল মাদরাসার পরিচালক আবুল কালাম আজাদ।
উপস্থিত ছিলেন, সোনাখুলী কামিল (এম এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলী, আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আফজাল বিন নাজির, আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, মাঝাপাড়া বালিকা দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা গোলাম রাব্বানী, সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক শাবাহাত আলী সাব্বুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, সূধীজন, সাংবাদিক ও শিশু কিশোরবৃন্দ।
জেনারেল ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে ক্যাডেট পদ্ধতিতে ও সম্পূর্ণ সফটওয়্যার ভিত্তিক এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। নুরুল হিকমাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালনার ক্ষেত্রে ফাউন্ডেশন ও মাদরাসার পরিচালনা পর্ষদে এসোসিয়েট মেম্বার হিসেবে স্থানীয় বিদ্যানুরাগী উদ্যোক্তাদের সম্পৃক্ত করা হবে।
সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কের পাশে সিঙ্গার শোরুমের গলিতে বহুতল ভবন ভাড়া নিয়ে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ৮ নভেম্বর থেকে মাদরাসার নিয়মিত কার্যক্রম শুরু হবে। পরদিন ৯ নভেম্বর বিশেষ প্যারেন্টিং সেমিনারের আয়োজন করা হবে বলে অগ্রীম নিমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ।