অনেক দিন পর
মোঃ রবিউল হাসান
অনেক দিন পর
আজ তোমার সাথে আমার কথা হলো।
পূর্বে আমার সাথে কথা বলতে
তোমার ব্যাকুলতা ছিল,
আজ সে ব্যাকুলতা
তোমার মাঝে
আমি খুঁজে পেলাম না।
আজ খুঁজে পেলাম শুধু
আমার জন্য তোমার ঘৃণা।
তুমি একা বসে একটু ভাবিও।
দোষটা কি শুধু
একা আমারই ছিল?
দোষ কি তোমার কোনো ছিল না?
আমার মনে হয়
তুমি সেটা করবে না।
কারণ আমাকে ভুলেই তুমি
অনেক সুখেই আছো।
সারা জীবন তুমি
সুখেই জীবন পার করো,
আমি সেই প্রার্থনাই করি।
তুমি আজ আমাকে জিগ্গেস করছিলে,
কেমন আছি আমি?
বললাম আমি ভালোই আছি।
কিন্তু তোমাকে ছাড়া যে আমি
কেমন ভালো আছি।
সে খবর বিধাতা আর আমি ছাড়া
আর কেউ জানে না।
পূর্বে এক ঘণ্টা দুই ঘণ্টা
কথা বলতে তুমি আমার সাথে।
আজ দুই মিনিটের বেশি
সময় দিতে পারলে না।
হয়তো এটাই জীবন বাস্তবতার।