গীট জড়ানো বাঁশ
শেখ নাজিম উদ্দিন আহমেদ সোহাগ
আমরা নয়তো মাংস ভোজী
খাচ্ছি কেবল ঝোল!!
নৈতিকতার পাট চুকিয়ে
পেটায় নীতির ঢোল!
সাধুর লেবাস গায়ে জড়ায়
শয়তানী সব চাল!
মুখের বুলি কেমন জানি
হারায় আগের ঝাল!
কথায় কথায় দোষ চাপানোর
সেই পুরোনো ঢাল!
আজকে যেটা দম্ভে গড়ছি
সেটাই হবে কাল!
কাজের কাজে হচ্ছে ফাঁকি
অপকর্মে ডান হাত!
হাসির ছলে আনছি ডেকে
অমানিশার রাত!
সুযোগ মতো সটকে পড়া
দেশে প্রলয় ত্রাস!
আমজনতার পশ্চাৎদেশে
গীট জড়ানো বাঁশ!
লেখক কর্তৃক সত্ব সংরক্ষিত
উলচাপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।