কথার কথাতে
শেখ নাজিম উদ্দিন আহমেদ সোহাগ
দরবেশ গেলে সাধু আসে
তবুও কেন সূচক হ্রাসে
পুঁজিবাজারে ?
কোন সিন্ডিকেট ফায়দা লুটে
হাজার হাজার লক্ষ নোটে
সেজে রাজারে!?
মুখরোচক বাণী শুনি
করছেটা কি সুশীল গুণী
কেমন বাজার হাল?
সূচক চিহ্ন সবুজ রঙে
বদলাচ্ছে না কোন ঢঙে
হচ্ছে কেন লাল?
সব হারায়ে পথে বসে
লাভের কঠিন হিসাব কষে
সময় ঘড়িতে।
পাগল প্রলাপ বকে পথে
মায়া ত্যাগে জীবন রথে
ঝুলে দড়িতে!
আপন স্বজন মরে ধুঁকে
ক্ষতের চিহ্ন বয়ে বুকে
বিয়োগ ব্যথাতে!
আশার বাণী গুড়েবালি
মিথ্যে আশ্বাস জোড়াতালি
কথার কথাতে!!
লেখক কর্তৃক সত্ব সংরক্ষিত
উলচাপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।