ছোট্টবেলা
মুহাম্মদ সিরাজুল ইসলাম।
মজার ছিল ছোট্টবেলা
চড়ুইভাতির মেলা,
ঘাসফড়িং আর প্রজাপতি
ধরে করতাম খেলা।
জৈষ্ঠ্য মাসে পাকা ফলে
মনটা যেতো ভরে,
ভোরে উঠেই পাকা আমটা
কুড়ায় নিতাম ঘরে।
মামার বাড়ী মধুর হাঁড়ি
জানে সর্ব জনে।
মামা এসে নিয়ে যেতো
কীযে খুশি মনে।
আম দুধে যে খেতে দিত
পাশে বসে নানী,
মজার মজার কিচ্ছা শুনায়
নানী ছিল জ্ঞানী।
কল্পরাজার গল্প বলে
ঘুম পড়াতো পিসি
ধীরে ধীরে ঘুমের ঘরে
যেতাম যেন মিশি।