সৈয়দপুরে এক দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত
তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি):
নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শহরের বিমানবন্দও সড়কের শহীদ স্মরণী চত্বরে সৈয়দপুর রিডার্স এসোসিয়েশন ও লাইব্রেরিয়াম নামের প্রতিষ্ঠান যৌথভাবে ওই বইমেলার আয়োজন করে। বই মেলায় বেলা দুইটা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত মেলায় বিক্রির জন্য বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের ৫ শতাধিক বই স্থান পায়। বই মেলা উপলক্ষে স্টলের বইগুলোতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দেয়া হয়।
বই মেলায় আসা ইসরাত পারভীন নামে একজন গ্রাহক জানান, ভ্রাম্যমাণ বইমেলার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তবে আগে থেকেই বই মেলার ব্যাপক প্রচার প্রচারণা হলে গ্রাহক পাঠকদের তুলনামূলকভাবে বেশি সাড়া পাওয়া যেত।
সৈয়দপুর রিডার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা নবীন ইসলাম বলেন, বই বিক্রিই মুখ্য উদ্দেশ্য নয়। বরং পাঠক ও গ্রাহকরা আসুক, বিভিন্ন বই সম্পর্কে জানুক, এটাই আমাদের মূখ্য উদ্দেশ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরণের বইমেলার আয়োজন করা হবে বলে জানান তিনি।