হৃদয় করো সুন্দর
এ এস এম সাদেকুল ইসলাম।
তুমি সুন্দর কতো সুন্দর
তোমার সুন্দরের নেই তো সীমা,
ফুলেরা সুন্দর, পাখিরাও সুন্দর
সুন্দর ঐ নীলাআকাশ
তাই দেখে অনুমান তোমার সুন্দরের
তুমি উপমা।
ঝর্ণা সুন্দর পাহাড় সুন্দর
পৃথিবীটা অবয়ব কতো সুন্দর,
তার থেকেও আরো বেশি করো সুন্দর
সৃষ্টি করেছো যতো মানুষের হৃদয় অন্তর।।