পাঠান খাঁন ও
শেখ নাজিম উদ্দিন আহমেদ সোহাগ
কষ্ট করে ফেল করেছে
তাদের দাবি মানো!
যৌক্তিকতা পাশ কাটিয়ে
পাশের ধারায় শাণো
তা না হলে ভেস্তে যাবে
ঘোড়া লাফে কিস্তি খাবে
প্রাণের প্রিয় জান ও!
বাংলায় এখন মেধা ফলে
তোমরা কি তা জানো ?
মেধার গুণে দাবীর রশি
আচ্ছা করে টানো!
হ্যাঁচকা টানে প্রথম ধাপে
মদনা কানাই থাকবে চাপে
পরে পাঠান খাঁন ও!
লেখক কর্তৃক সত্ব সংরক্ষিত
উলচাপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।