সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুরে তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মানববন্ধন গাজীপুরের মৌচাকে ৭২ ঘন্টায় “শিহান” হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার নুরুল হিকমাহ মাদরাসায় বিশিষ্টজনদের সুধী সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জামায়াত সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান মহান আল্লাহ মদ ও মদের অর্জিত মূল্য হারাম করেছেন সোস এর উদ্যােগে বর্ণাঢ্য  র‍্যালি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সৈয়দ আলিম আশরাফ জিলানী : একবিংশ শতাব্দীর অন্যন ইসলামী চিন্তাবিদ

প্রতিবেদক এর নাম / ১৯ বার পড়া হয়েছে
বর্তমান সময় সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন

 

সৈয়দ আলিম আশরাফ আশরাফি আল জিলানী একজন লেখক, সুবক্তা,সমাজকর্মী, সংগঠক,শিক্ষক ও ইসলামি চিন্তাবিদ।  তিনি ১৯৬০ সালের ১১ নভেম্বর  ভারতের উত্তর প্রদেশে জন্মগ্রহণ  করেন। তাঁর পিতা সৈয়দ নাঈম আশরাফ আশরাফি আল জিলানী একজন স্বনামধন্য  সুফি-সাধক ছিলেন ।

সৈয়দ আলিম আশরাফ জিলানী ১৯৭৭-৮১ সালে দারুল উলূম ফয়জুর রাসুল থেকে ইসলামিক স্টাডিজ এবং আরবি ভাষা ও সাহিত্যের উপর  ফাজিল ডিগ্রি অর্জন করেন তারপর ১৯৯১ সালে এফআইসি লিবিয়া থেকে এমএ, এবং ১৯৯১-৯৪ সালের মধ্যে এফআইসি, লিবিয়াতে “হায়াত-আল-লুঘা-আল-আরাবিয়া ফি-আল-হিন্দ” শিরোনামের একটি গবেষণা প্রকল্পে কাজ করেন এরপর ডক্টর অফ ফিলোসফি (পিএইচডি), ২০০৩ আরবি বিভাগ, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন।
সৈয়দ আলিম আশরাফ জিলানী নি:সন্দেহ  জ্ঞানের মহাসমুদ্র। তিনি আরবি ভাষার ওপর অসাধারণ বুৎপত্তি অর্জন করেছেন।  এছাড়া তিনি বহুপুস্তকের রচনা ও ভাষান্তর  করেন। উনার রচিত ও অনুবাদকৃত কিছু পুস্তকের তালিকা দেওয়া হলো  উর্দু ভাষা ও সাহিত্যের উপর আরবির প্রভাব উর্দু জুতান ওয়া আদা পার আরাবি কে আসারাত, এনসিপিইউএল, নিউ দিল্লি,
সূর্যোদয়ের অনুমান তাফহীম এবং ইস্তিশরাক, (উর্দু) দারুল উলূম জাইস, ইউপি, লাহোর/পাকিস্তানে পুনর্মুদ্রিত, ওয়ার্ল্ড ভিউ পাবলিশার্স দ্বারা,
“দ্য সুফিজম: দ্য সোল অফ ইসলাম ফরাসি অনুবাদ স্বলেহ মাহাবীর, আল-আকসা মসজিদ প্রকাশনা,
বাইনাল লুগাহ আল আরাবিয়াহ ওয়াল উরদিয়াহ (আরবি) (আরবি ও উর্দু মধ্যে)(উর্দু ভাষার উপর আরবি ভাষার প্রভাব এবং সাহিত্যের বিভিন্ন দিক),  তাসাউউল, একটি সংক্ষিপ্ত ভূমিকা, (ইংরেজি) প্রথম সংস্করণ;(বইটি তামিল মাসিক ডাইজেস্ট মুসলিম মুরাসুতে অক্টোবর  থেকে মার্চ,  পর্যন্ত অনুবাদ করা হয়েছে)জাখাইর-উল-হাসানাত (উর্দু) কুরআনের প্রধান মুরারাত আলফাজ, (উর্দা) কুরআন সংস্করণে আরবি শব্দ দিল্লি: জুলাই,  করাচি/পাকিস্তানে পুনর্মুদ্রণ, আত-তাদকীর, (ক্রিওল ( الذكر ক্রেওল ভাষায় হানাফী ফিকহের হাতের বই), সি.ডি. সংস্করণ, পোর্ট লুইস মরিশাস, সেপ্টেম্বর, ।ফুসুলুন ফিট তারিফ বিল হিন্দ আল আরাবিয়া আল ইসলামিও, (আরবি) ইন্দো-আরব সাহিত্যে বাফ্ট ইসলামিক আরবি সুপারিশকৃত বইয়ের অধ্যায়, দিল্লি  তাফসীর-ও-হাদিস হিন্দুস্তান থেকে তাদকিরা পর্যন্ত, (উর্দু)সংস্করণ; দিল্লি বইটির অনুবাদ ইন্দো-আরব সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বই আজাদ বিলগিরামি ডি. , একটি ব্যাপক এগিয়ে সঙ্গে. পাকিস্তানে দারুল কর্তৃক পুনর্মুদ্রিত।
সৈয়দ আলিম আশরাফ জিলানীর আরেকটি পরিচয় রয়েছে তিনি সিলসিলায়ে আশরাফিয়ার একজন পীর। সুফিবাদ আগ্রাসন প্রতিহত করার জন্য  নানা আন্তর্জাতিক কনফারেন্স ও বিভিন্ন শীর্ষক সেমিনারের আয়োজকরা তাঁকে আমন্ত্রিত করেন। বিশ্বের বড় বড় আলেম তাঁর  সুমহান ব্যক্তিত্বের প্রশংসায় পঞ্চমুখ। সৈয়দ আলিম আশরাফ জিলানীর উল্লেখযোগ্য কয়েকটি আন্তর্জাতিক সেমিনারের তালিকা দেওয়া হলো
৩০ জানুয়ারী ২০২২-এ মদিনা সেমিনারী আটলান্টা, মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় , হায়দ্রাবাদ দ্বারা আয়োজিত নবীর জীবনী, এর নিরক্ষরতা এবং ইসলামের প্রয়োজনীয়তা (PBUH) এর সীরাহ বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে।
১৭নভেম্বর ২০২১ তারিখে মিনহাজ ইন্টারফেইথ অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিউ দিল্লি, ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টার দ্বারা আয়োজিত একটি জাতীয় মীলাদ সম্মেলনে মীলাদের বার্তা।

২৩ আগস্ট, ২০২১-এ দ্বারা আয়োজিত একদিনের ওয়েবিনার শিরোনামে ভারতীয় শিক্ষা মুহাম্মদ আসলামির বক্তৃতায় মাদ্রাসার ভূমিকা, অতল মানুষ ব্যবস্থায় মাদ্রাসার ভূমিকা: ভাষা, শিল্প ও সংস্কৃতি

গারি ও ফাওয়াদের প্রচারে, আল্লাহ হালী সুফিয়ায়ে কেরামের ভূমিকায় সক্রিয় রয়েছেন মুলায়ে শিরোনামে একটি এক্সটেনশন লেকচার প্রদান করেন। গালিব ইনস্টিটিউট নিউ দিল্লি আয়োজিত একটি প্রোগ্রামে, বুনিয়াদ ই ফারসি ই হিন্দের সহযোগিতায়, ১ফেব্রুয়ারি, ২০২১।
ইসলামিক স্টাডিজ বিভাগ,  ১৯ অক্টোবর, ২০২০-এ সমসাময়িক প্রাচ্যবাদের পদ্ধতি শিরোনামে একটি জাতীয় ওয়েবিনারের আয়োজন করেছে।১৬ জুলাই কর্ণাটকের খানকাহ খাজা গেসুদারাজ গুলবর্গা আয়োজিত সেমিনারে: একটি বিশ্ব এবং লেখক হিসাবে গেসুদারাজের স্বপ্ন শিরোনামের একটি পেপার উপস্থাপন করেন।
মাদ্রাসা শিক্ষকদের জন্য একটি কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে অংশগ্রহণ করেছেন এবং  নভেম্বর এ “পান্ডুলিপি সম্পাদনা: পদ্ধতি এবং পদক্ষেপ” শিরোনামে একটি  ভিত্তিক বক্তৃতা দিয়েছেন। কর্মশালাটি হায়দ্রাবাদ দ্বারা আয়োজিত হয়েছিল।আল-আকসা মসজিদ, পোর্ট-লামিস, মরিশাস, ১৬ই নভেম্বর আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে প্রফেটস বিনগ্রাফের আলোকে একটি বক্তৃতা প্রদান করেন। দারা শিকোহের সময় ইসলাম এবং থাউউফ)  অক্টোবর এনসিপিইউএল, নিউ দিল্লি আয়োজিত সেমিনারে মোহাম্মদ দারা শিকোহ: লাইফ অ্যান্ড ওয়ার্কস শীর্ষক।

এছাড়াও তিনি বিভিন্ন  সংস্থার গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন যেমন দারুল উলূম জাইসের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান, ড কুরআন ফাউন্ডেশন হায়দ্রাবাদের সভাপতি, ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট।  হায়দ্রাবাদ আন্তর্জাতিক জার্নাল “শাহিদ” করাচির আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড, পাকিস্তান  ইন্টারন্যাশনাল রেফারেড ইনডেক্সড রিসার্চ জার্নাল ‘তাসফিয়া’-এর রেফারি বোর্ড  ইংরেজি আরবি ফার্সি এবং উর্দু কাকোরি লখনউতে তাসাউউফ বিভাগ কর্তৃক প্রকাশিত ‘আল-এহসান’ জার্নালের আন্তর্জাতিক সম্পাদকীয় বোর্ড।  এর ইসলামিক স্টাডিজ, ফয়সালাবাদ বিশ্ববিদ্যালয় পাকিস্তান। বহুগুণের অধিকারী হওয়া সত্ত্বেও এই ইসলামি ব্যক্তিত্ব অনাড়ম্বর বা সাদা মাটা জীবন যাপন করেন। ৬৪ বছরের এই বয়সেও তিনি মাওলানা আজাদ আরবি, স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস, ইনভলভমেন্ট ভাষাবিজ্ঞানও ইন্দোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করছেন মৌলানা আজাদ জাতীয়উর্দুবিশ্ববিদ্যালয়(সেন্ট্রালইউনিভার্সিটি),হায়দ্রাবাদ,তেলেঙ্গানা, ভারত।এছাড়া আরবি ব্যাকারণ,ইসলামিকঅতীন্দ্রিয়বাদ,প্রাচ্যবাদ সম্পর্কেও তিনি সুগভীর জ্ঞানদান করেন।
✍তৌসিফ রেজা আশরাফি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর