ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রতারক চক্রের ২ সদস্য আটক !
মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জাদুর বাক্সের মাধ্যমে দ্বিগুণ টাকা করার সরঞ্জাম সহ প্রতারক চক্রের ২ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২১ জানুয়ারি) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়কোট কাটাবাড়ি এলাকায় ললিত চন্দ্রের ঘরের ভেতর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন– বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের আধারদিঘী বড়কোট গুচ্ছ গ্রাম এলাকার মৃত খকেন পালের ছেলে সুপেন পাল অরফে হ্যান্ডেলু (৫৮) ও বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের নাসিরুল ইসলামের ছেলে মমতাজ আলী (৩০)। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা, ৪ টি কাঁচের প্লেট, কাটা কাগজের দুটি জাদুর বাক্স ও টাকা কালার করার মেডিসিনের বোতল জব্দ করা হয়। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফিরোজ কবির জানান, গোপন সংবাদে খবর পেয়ে ২ জন প্রতারক ও প্রতারণার সরঞ্জামসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রকৃয়াধীন।